• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

২৯ হাজার টাকার পাঙাশ ধরা খেলো এক টাকার বড়শিতে

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৭
মাছ×পাঙাশ×বরগুনা×বড়শি×অবতরণ×বাজার×বাংলাদেশ×বলেশ্বর×
ছবি সংগৃহীত

কবির হোসেন নামে এক যুবক বরগুনার বলেশ্বর নদীতে এক টাকার বড়শি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরেছেন।

আজ সোমবার ভোরে বলেশ্বর নদীর পদ্মা স্লুইসগেট এলাকা থেকে মাছটি ধরেন তিনি। পরে তিনি মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় রোববার রাতে বড়শি ফেলে আজ সকাল ছয়টায় দিকে তুলতে যাই। তখন দেখি বড় পাঙাশ মাছটি বড়শিতে ধরা পড়েছে।

তিনি আরও বলেন, যে বড়শিতে মাছটি ধরা পড়েছে এর দাম মাত্র এক টাকা।

৩২ কেজি ওজনের মাছটি কেনেন ইউনুস নামের এক ব্যক্তি।

তিনি বলেন, মাছটি ২৯ হাজার টাকায় কিনে কেটে বিক্রি করার জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক মানুষ বাজারে বিক্রি করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৮ মে)
জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন
বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের ১৬০ দেশে: নানক
X
Fresh